নতুন রঙের ইয়াবাসহ কলেজ ছাত্র আটক

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:২৪:৪২,অপরাহ্ন ১৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪০৯ বার পঠিত
নতুন রঙের ইয়াবাসহ শাকিল (২১) নামে নোয়াখালীর সেনবাগে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০ পিস সাদা রঙের ইয়াবা উদ্ধার করে পুলিশ।
সোমবার দুপুরে শাকিলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক শাকিল ফতেহপুর গ্রামের আব্দুল মুনাফের ছেলে। তিনি চৌমুহনী এস এ কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
১৮ আগস্ট রোববার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নে ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে সাদা রঙের ইয়াবাসহ শাকিলকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।