মাধবপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী নিহত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৪৫:২৯,অপরাহ্ন ২২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৪৬ বার পঠিত
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা:: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার সায়হামনগর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার রাত ১০টায় এ ঘটনা ঘটে। নিহতরা হল মাধবপুর উপজেলার কালিনগর গ্রামের রজব আলীর ছেলে শাকিন (২৭) ও একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে জুনাইদ মিয়া (৩০)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, ৩ মোটর সাইকেল আরোহী মহাসড়কের যাওয়ার সময় উল্লেখিত স্থানে পৌঁছলে পিছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ৩ জন গুরুতর আহত হয়। তাদেরকে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জুনাইদ ও সুমনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে জুনাইদ গতকাল বৃহস্পতিবার সকালে মারা যান।