শিশুকে ‘ধর্ষণের চেষ্টা’, দপ্তরি আটক

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৪০:৪১,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৮২ বার পঠিত
প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দপ্তরিকে আটক করেছে পুলিশ।
রোববার জয়পুরহাট দুপুরে পুলিশ পাঁচুরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি রবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য জয়পুরহাট সদর থানায় নিয়ে যায়।
বিদ্যালয় ও পরিবারের বরাত দিয়ে সদর থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, ওই শিশু সকাল ৯টার একটু আগে বিদ্যালয়ে আসে।
“এ সময় অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী স্কুলে না আসার সুযোগে দপ্তরি রবিউল তৃতীয় শ্রেণির এই শিশুটিকে দোকানের খাবারের লোভ দেখিয়ে ফুসলিয়ে স্কুলের একটি নির্জন কক্ষে নিয়ে যায়। এরপর ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার দিয়ে বিদ্যালয়ের পাশে বাড়িতে ছুটে যায় এবং মা-বাবকে ঘটনা বলে দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিউলকে জিজ্ঞাসাবদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।